জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যেমন এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষাব্যাবস্থা। সেই ধারাবাহিকতারই অবশ্য আমাদের নন্দনপুর উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতামূলক শিক্ষাব্যাবস্থায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানের সাধারন মানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে অসাধারন ফলাফল ও জীবন বিকাশে নিজেকে প্রতিষ্ঠিত করে গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা ও ক্লাস কার্যক্রমে এ প্রতিষ্ঠান উৎসাহিত করে থাকে। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগি ও আধুনিক করার লক্ষে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানস্মত ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। মহান মুক্তিযুদ্ধের চেতনায়, উন্নয়নের রুপকল্প, সাংস্কৃতিক বিকাশ ও গতিশীল চিন্তা , শৃংঙ্খলা , নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারন করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে। আমার বিশ্বাস অতি শীগ্রই এই প্রতিষ্ঠান এ অঞ্চলের একটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত হবে।
আমাদের এই স্বাপ্রতিক যাত্রায় আমি সকল শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক গুনীজন ও নেতৃবর্গ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।