” ব্যক্তির দেহ মন ও আত্বার সুষম
বিকাশের প্রয়াস হলো শিক্ষা”
”’পড় তোমার প্রভুর নামে ” পড়াশোনা তথা শিক্ষা মানব জাতীর জন্য স্রষ্টা পদত্ত উপহার। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। নাগরিক অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বিকার্য। স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠে একটি আদর্শ প্রতিষ্ঠান। নন্দনপুর উচ্চ বিদ্যালয় আদর্শনিষ্ঠ ছাত্র/ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে রেখেছে। প্রতিটি বোর্ড পরিক্ষায় ফলাফলের শ্রেষ্ঠত্বের দাবিদার এ বিদ্যালয়। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করা। যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ নিষ্ঠাবান দায়িত্বশীল সুশৃঙ্খল এবং কর্ম মূখী জ্ঞান সমৃদ্ধ ছাত্র/ছাত্রী। এসব ছাত্র/ছাত্রী কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ , ও সর্বোপরি গন মানুষের কল্যানে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।
তথ্যই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই। সুরতাং অবাধ তথ্য প্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষে খোলা হলো নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট।
এই ওয়েবসাইট ডিজিটাল করে আপনি বিদ্যালয়ের সকল ধরনের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদেহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তরে কর্মকর্তা/কর্মচারীগনকে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট । ভিজিট করার আমন্ত্রন জানাচ্ছি।
জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যেমন এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষাব্যাবস্থা। সেই ধারাবাহিকতারই অবশ্য আমাদের নন্দনপুর উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতামূলক শিক্ষাব্যাবস্থায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানের সাধারন মানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে অসাধারন ফলাফল ও জীবন বিকাশে নিজেকে প্রতিষ্ঠিত করে গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা ও ক্লাস কার্যক্রমে এ প্রতিষ্ঠান উৎসাহিত করে থাকে। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগি ও আধুনিক করার লক্ষে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানস্মত ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। মহান মুক্তিযুদ্ধের চেতনায়, উন্নয়নের রুপকল্প, সাংস্কৃতিক বিকাশ ও গতিশীল চিন্তা , শৃংঙ্খলা , নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারন করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে। আমার বিশ্বাস অতি শীগ্রই এই প্রতিষ্ঠান এ অঞ্চলের একটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত হবে।
আমাদের এই স্বাপ্রতিক যাত্রায় আমি সকল শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক গুনীজন ও নেতৃবর্গ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
শিক্ষানুরাগী স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের উদ্যোগে অনগ্রসর সম্প্রদায়কে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষে 1987 সালে প্রতিষ্ঠিত হয় নন্দনপুর উচ্চ বিদ্যালয়। অল্প কিছু শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে ০১-০১-১৯৮৭ খ্রিস্টাব্দে জুনিয়র, ০১-০১-১৯৮৮ খ্রিস্টাব্দে দশম শ্রেণিতে উন্নীত হয়।। ১৯৯০ খ্রিস্টাব্দে প্রথম এস,এস, সি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। সমপ্রতি এস, এস, সি পরীক্ষার ফলাফলে এ প্লাস শিক্ষার্থীর সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায় সময়ের সাথে সাথে বিদ্যালয়টি উন্নতি লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই অতন্ত সুনাম ও সফলতার সাথে নিরলসভাবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদান করে আসছে। এই মহতী কাজে আমাদের রয়েছে অগনিত সুহদয় অভিভাবকের মত একদল পরিশ্রমি নিষ্ঠাবান অভিজ্ঞ প্রশিক্ষন প্রাপ্ত আত্ব নিবেদিত শিক্ষক। সুশিক্ষার উপযোগি ক্যাম্পাস ও একাডেমিক ভবন খোলামেলা সুন্দরওে নিরাপদ পরিবেশ দক্ষ প্রসাসন ও শিক্ষা বান্ধব ব্যাবস্থাপনা পরিষদ, এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করার লক্ষে সরকার ব্যাবস্থপনা পরিষদ ও এলাকার ব্যাক্তিবর্গ নানা ভাবে সহযোগিতা করে আসছে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয়টি সব সময় আন্তরিক ও সচেষ্ট।
This College is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
This College is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
This College is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
This College is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
+880 1716285770
nondonpurhighschool@gmail.com
Dala Bazar Sadar, Lakhimpur