” ব্যক্তির দেহ মন ও আত্বার সুষম
বিকাশের প্রয়াস হলো শিক্ষা”
”’পড় তোমার প্রভুর নামে ” পড়াশোনা তথা শিক্ষা মানব জাতীর জন্য স্রষ্টা পদত্ত উপহার। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। নাগরিক অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বিকার্য। স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠে একটি আদর্শ প্রতিষ্ঠান। নন্দনপুর উচ্চ বিদ্যালয় আদর্শনিষ্ঠ ছাত্র/ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে রেখেছে। প্রতিটি বোর্ড পরিক্ষায় ফলাফলের শ্রেষ্ঠত্বের দাবিদার এ বিদ্যালয়। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করা। যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ নিষ্ঠাবান দায়িত্বশীল সুশৃঙ্খল এবং কর্ম মূখী জ্ঞান সমৃদ্ধ ছাত্র/ছাত্রী। এসব ছাত্র/ছাত্রী কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ , ও সর্বোপরি গন মানুষের কল্যানে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।
তথ্যই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই। সুরতাং অবাধ তথ্য প্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষে খোলা হলো নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট।
এই ওয়েবসাইট ডিজিটাল করে আপনি বিদ্যালয়ের সকল ধরনের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদেহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তরে কর্মকর্তা/কর্মচারীগনকে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট । ভিজিট করার আমন্ত্রন জানাচ্ছি।